শ্রীবরদীতে নারী ও শিশু নির্যাতন বন্ধে জাতীয় হেল্পলাইন ১০৯ ও ১০৯৮ এর প্রচার কার্যক্রম

স্টাফ রিপোর্টার:
নারী ও শিশু নির্যাতন বন্ধে জাতীয় হেল্প লাইন ১০৯৮ ও ১০৯ নাম্বার নিয়ে শেরপুরের শ্রীবরদীতে এপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে মঙ্গলবার বিকালে তাতিহাটি ও পৌরসভার সাব সেন্টারে পৃথকভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার ফ্লোরা মাং সাং এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে ছিলেন সংস্থাটির চাইল্ড প্রোটেকশন অফিসার শিমুল জেং চাম। এ সময় ফ্লোরা মাং সাং বলেন, নারী ও শিশু নির্যাতন বন্ধে জাতীয় হেল্পলাইন ১০৯৮ ও ১০৯ নাম্বারে ফ্রি কল করে প্রয়োজনীয় তথ্য জানাতে পারে। এ নাম্বারের গুরুত্ব যাতে সবাই অবগত হয় এ জন্য আমরা রানীশিমুল, কাকিলাকুড়া ও তাতিহািটিসহ বিভিন্ন এলাকায় আলোচনা সভা করা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend