শেরপুরে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

Title

Short Description

শেরপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিনদিন ব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সমাপনী উপলক্ষে জেলা প্রশাসনের তুলশীমালা ট্রেনিং কাম কম্পিউটার ল্যাবে আয়োজিত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ। এতে বিশেষ অতিথি ছিলেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুক্তাদিরুল আহম্মেদ।

এসময় পিআইবি’র প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম, শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন উপস্থিত ছিলেন ।

প্রশিক্ষণ কর্মশালায় শেরপুর জেলার শ্রীবরদী, নকলা, নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলায় কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের ৩৫ জন সাংবাদিক অংশ নেন।এতে সংবাদ সংগ্রহ, সংবাদ কাঠামো, রিপোর্টিংয়ের ধরন, লেখার ধরন, অনুসন্ধানী প্রতিবেদনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend