স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
Block Title
Title
Short Description
স্টাফ রিপোর্টার:
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব ও গণপরিবহণে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে শেরপুরের শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ৩১ মার্চ বুধবার বিকালে পৌর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার এবং সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালায়।
এসময় ১৭টি মামলায় ৪ হাজার ৪শত টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও সচেতন করতে পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার বলেন, করোনার সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে সচেতন থাকতে হবে। করোনা প্রতিরোধে সচেতনতার কোন বিকল্প নাই। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।