শ্রীবরদীতে বীজ ও রাসায়নিক সার বিতরণ
Block Title
Title
Short Description
স্টাফ রিপোর্টার:
২০২০-২০২১ অর্থবছরে খরিপ-১/২০২১-২২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে রবিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্রীবরদী’র আয়োজনে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিয়ে কর্মসূচীর উদ্¦োধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরাত জাহান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদিকুল ইসলাম, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির প্রমুখ। উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৮শ কৃষকের মাঝে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি এমওপি ও ২০ কেজি ডিএপি রাসায়নিক সার বিতরণ করা হয়।