শ্রীবরদীতে লকডাউন অমান্য করায় জরিমানা

স্টাফ রিপোর্টার:
কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন অমান্য করে ব্যবসা পরিচালনা করায় শেরপুরের শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার বিকালে উপজেলার ভেলুয়া, লঙ্গরপাড়া ও পৌর বাজারে অভিযান চালিয়ে ৬ হাজার টাকার জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ভ্রাম্যাণ আদালতের অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার বলেন, করোনা ভাইরাসের বিস্তার রোধে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। অনেকেই নির্দেশনা মেনে কাজ করলেও, কেউ কেউ তা অমান্য করছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরো বলেন, সরকারি বিধি-নিষেধ মেনে সবাই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। বাইরে বের হলেই মাস্ক পরিধান করুন, নিরাপদ থাকুন। করোনা প্রতিরোধে সচেতনতার কোন বিকল্প নাই। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend