লকডাউনের তৃতীয় দিনেও কঠোর উপজেলা প্রশাসন॥ মামলা ২১টি
স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে সারাদেশে লকডাউনের তৃতীয় দিন। কিন্তু থেমে নেই শ্রীবরদী উপজেলা প্রশাসনের তদারকি। মানুষকে ঘরে রাখতে কঠোরভাবে দায়িত্ব পালন করছে। সারাদিন উপজেলার বিভিন্ন বাজার, রাস্তাঘাট ও পথচারীদের সতর্ক করছেন পাশাপাশি বিধিনিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলানোর দায়ে ২১টি মামলা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রহমান, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানাউল মোর্শেদের নেতৃত্বে পুলিশ, বিজিবি নিয়ে ভ্রামমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় উপজেলার পৌরবাজার, দহেরপাড়, গড়জরিপা, রানিশিমুল, সিংগাবরুনা ইউনিয়নের বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে বিধিনিষেধ না মানায় ২১টি মামলায় ৭ হাজার ৪শত টাকা জরিমানা আদায় করা হয়।
অপরদিকে শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে থানা পুলিশ উপজেলার বিভিন্ন বাজারে টহল কর্যক্রম জোরদার সহ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।
সরকারি নির্দেশনা বাস্তবায়নে ও জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।