শ্রীবরদীতে ভেজাল বিরোধী অভিযান
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তর শেরপুর। ২৭ জুলাই (মঙ্গলবার) দুপুরে উপজেলার পৌরশহর ও ভায়াডাঙ্গা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩টি প্রতিষ্ঠান থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ শেরপুর জেলার সহকারি পরিচালক মো. রুবেল আহমেদের নেতৃত্বে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক একেএম মাসুদুর রহমান, এএসআই ছামিউল হক, সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অন্যান্যরা।
ভেজাল বিরোধী অভিযানের সময় হোটেলে নোংরা পরিবেশ ও পঁচা বাসি খাবার এবং কার্টুনের ওজন বেশি থাকায় ২টি হোটেল থেকে ৪ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ ঔষুধ সহ ফ্যাজিশিয়ান স্যাম্পল থাকায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ভোক্ত-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে দোকানীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, পণ্যের দাম বৃদ্ধি না করা, পাইকারী ক্রয়ের ভাউচার সংরক্ষণ, শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে পণ্য ক্রয়-বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।