শ্রীবরদীতে ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ টিকাদান কর্মসূচী বাস্তবায়নে প্রস্তুতি সভা

শ্রীবরদীতে ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ টিকাদান কর্মসূচী বাস্তবায়নে প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার:
সরকারি নির্দেশনা মোতাবেক আগামী ৭ আগষ্ট থেকে ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ টিকাদান কর্মসূচী বাস্তবায়ন উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ আগষ্ট (মঙ্গলবার) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। কোভিড-১৯ টিকাদান কর্মসূচীর বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন।
জানা যায়, সরকারি নির্দেশনা মোতাবেক আগামী ৭ আগষ্ট ১৮ বছর থেকে তদূর্ধ যেকোন বয়সী জাতীয় পরিচয়পত্রধারী যেকেউ রেজিষ্ট্রেশনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কেন্দ্র থেকে কোভিড-১৯ টিকা গ্রহণ করতে পারে। প্রথম পর্যায়ে উপজেলার ১০টি ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ডের নির্ধারিত কেন্দ্রে গিয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দারা টিকা নিতে পারবে।
প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জুলফিকার সাইফ, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, আসাদুল্লাহ বিল্লাল, আব্দুল হালিম, জেলা কৃষক লীগের সহ-সভাপতি সালাউদ্দিন ছালেম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীরা।
উল্লেখ্য, আগামী ৭ আগষ্ট থেকে উপজেলার ১০টি ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ডের নির্দিষ্ট ১টি কেন্দ্রে ৩টি বুথের মাধ্যমে টিকাদান কর্মসূচী শুরু হবে। ৭, ৯ ও ১০ আগষ্ট (শনি, সোম, মঙ্গলবার) সিংগবরুনা ইউনিয়নের বরইকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, রানীশিমুল ইউনিয়নে ভায়াডাঙ্গা কওমী মাদ্রাসা কেন্দ্রে, কাকিলাকুড়া ইউনিয়নে গবরীকুড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, তাতিহাটি ইউনিয়নে পশ্চিম ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ও ভেলুয়া ইউনিয়নে চকবন্দী মমিনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে টিকাদান কর্মসূচী চলমান থাকবে। অপরদিকে ৭, ৮ ও ১০ আগষ্ট (শনি, রবি, মঙ্গলবার) শ্রীবরদী সদর ইউনিয়নের নয়ানী শ্রীবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, গোশাইপুর ইউনিয়নে মাটিয়াকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, খড়িয়া কাজিরচর ইউনিয়নে সাদেক আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে (হালগড়া), কুড়িকাহনিয়া ইউনিয়নে কুরুয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ও গড়জরিপা ইউনিয়নে গোপালখিলা দাখিল মাদ্রাসা কেন্দ্রে টিকাদান কর্মসূচী চলমান থাকবে।
টিকাদান কর্মসূচী চলাকালীন প্রতিদিন সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত ৪৫ তদূর্ধ বছর বয়সী লোকজনদের টিকা দেওয়া হবে। পরবর্তী ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সব বয়সীদের টিকা দেওয়া হবে। টিকা নেওয়ার জন্য অবশ্যই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আনতে হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend