শ্রীবরদীতে জাতীয় শোক দিবসে শিক্ষকদের ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে মাধ্যমিক স্তরের শিক্ষকদের নিয়ে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগষ্ট সন্ধ্যায় উপজেলা মাধ্যমিক অফিসের আয়োজনে জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও কীর্তির উপর ওই আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় ভার্চুয়াল সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শ্রীবরদী এপিপিআই’র প্রধান শিক্ষক আব্দুর রউফ, বানিবাইদ এএএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, তাতিহাটি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক নুরুজ্জামান বাদল, টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান, ভটপুর আলিম মাদ্রাসার প্রভাষক কে এম ফারুক, ইন্দিলপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রবিউল ইসলাম সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, মাদ্রাসার সুপাররা বক্তব্য রাখেন। এসময় ভার্চুয়াল সভায় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, মাদ্রাসার সুপার, সহকারি সুপার ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।