শ্রীবরদীতে ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন

শ্রীবরদীতে ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন

স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম) রিয়ার অ্যাডমিরাল মো: খুরশেদ আলম (অব:)। ২০ আগষ্ট শুক্রবার সকালে ভায়াডাঙ্গা জিসি-হাঁসধরা রাস্তায় ২৩৮০ মিটার চেইনেজে ৬৬ মিটার আরসিসি গার্ডার ব্রীজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। ৩ কোটি ৩১ লক্ষ ৩২হাজার ৫৮২ টাকায় এলজিইডি’র বাস্তবায়নে ব্রীজটি নির্মিত হবে।


এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তুর শুভ উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম) রিয়ার অ্যাডমিরাল মো: খুরশেদ আলম (অব:)। তিনি বলেন, এলকাবাসীর দীর্ঘদিনের দাবী ছিল এই ব্রীজটি নির্মাণের। এতে করে সীমান্তবর্তী সহ অন্যান্য এলাকার সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইন, রানীশিমুল ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, রানীশিমুল ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক আনোয়ার পারভেজ, হালিমা আহসান টেকনিক্যাল বিএম কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান।


এসময় উপস্থিত ছিলেন শ্রীবরদী এলজিইডি’র উপ-সহকারি প্রকৌশলী শরাফ উদ্দিন, শ্রীবরদী পৌর আ’লীগের সভাপতি আহসান উল্লাহ শুকরিয়া, রানীশিমুল ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন রিপন তালুকদার, সহ-সভাপতি এমএ মোনায়েম, যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, ছাত্রলীগের সাধারন সম্পাদক মুনতাছির আহম্মেদ মিশু সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।
উল্লেখ্য, এলজিইডি’র বাস্তবায়নে ৩ কোটি ৩১ লক্ষ ৩২হাজার ৫৮২ টাকা ব্যায়ে ব্রীজটির নির্মাণ কাজ পেয়েছেন জামালপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend