শ্রীবরদীতে কৃষকদের মাঝে পাট বীজ ও সার বিতরণ
স্টাফ রিপোর্টার:
২০২১-২২ অর্থবছরে খরিপ/২০২১-২২ মৌসুমে উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষে শেরপুরের শ্রীবরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে নাবী পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে। ৬ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তর শ্রীবরদীর আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিষদ চত্বরে প্রদর্শনীর জন্য আনুষ্ঠানিক ভাবে ৩০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার, উপজেলা কৃষি অফিসার হুমায়ূন দিলদার, উপজেলা মৎস্য অফিসার সাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদিকুল হাসান স্বাক্ষর প্রমুখ। উল্লেখ্য, প্রদর্শনী আকারে বাস্তবায়নের জন্য ৩০ জন কৃষকের প্রত্যেকের মাঝে আধা কেজি পাট বীজ, ১০ কেজি ডিএপি, ১০ এমওপি, ১০ কেজি ইউরিয়া বিতরন করা হয়। পরবর্তীতে প্রশিক্ষণ ও নগদ অর্থ দেওয়া হবে।