শ্রীবরদীতে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু
স্টাফ রিপোর্টার:
দীর্ঘ বন্ধের পর উৎসাহ, উদ্দীপনা, প্রস্তুতির মধ্য দিয়ে শিক্ষার্থীর পদচারণায় প্রাণ ফিরে পেল শেরপুরের শ্রীবরদী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। সরাসরি পাঠদানে অংশ নিয়ে খুশি শিক্ষার্থীরা। দীর্ঘ প্রতীক্ষার পর বিদ্যালয়ের শ্রেণি কক্ষে ঢুকেই যেন খুশিতে আত্মহারা কোমলমতি শিক্ষার্থী। মনে হচ্ছে বছরের প্রথম দিনে নব উদ্যামে বিদ্যালয়ে পাঠদান শুরু হয়েছে। উপজেলার অধিকাংশ বিদ্যালয়ের গেইট, দরজা ও শ্রেণি কক্ষ ফুল দিয়ে সাজানো হয়েছে। কোন কোন বিদ্যালয়ে ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করার দৃশ্যও চোখে পড়েছে। শ্রীবরদী এ.পি.পি ইনস্টিটিউশন, শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীবরদী সরকারি কলেজ গিয়ে দেখা যায় গেইট, শ্রেণি কক্ষ ফুল দিয়ে সাজানো হয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক নতুন উদ্যামে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলছে পাঠদান। শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ দিন বন্ধের পর স্কুলে এসে আমাদের খুব ভালো লাগছে। আমরা প্রতিদিন বিদ্যালয়ে আসতে চাই।
শ্রীবরদী এ
শ্রীবরদী এ.পি পিআই এর প্রধান শিক্ষক আ: রউফ বলেন, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে পাঠদান শুরু করা হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে। অনেক দিন পর বিদ্যালয় খোলায় শিক্ষার্থীরা খুবই আনন্দিত। এদিকে যথাযথ সরকারি নির্দেশনা মেনে বিদ্যালয়গুলোতে পাঠদান হচ্ছে কিনা তা তদারকি করছেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। তিনি রোববার সকাল থেকেই উপজেলার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের সরকারি নির্দেশনা মানা সহ বিভিন্ন নির্দেশনা প্রদান করছেন। বিদ্যালয় পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার, প্রাথমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোশারফ হোসেন, শ্রীবরদী এ.পি.পি ইনস্টিটিশনের প্রধান শিক্ষক আ: রউফ রতন, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক মো: আলমগীর হোসেন প্রমুখ।