শ্রীবরদীতে নারী ও শিশুদের সহিংসতা বন্ধে মতবিনিময়
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে নারী ও শিশুদের সহিংসতা বন্ধ করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শ্রীবরদী এপি’র আয়োজনে এপি হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপত্বি করেন শ্রীবরদী এপি ম্যানেজার প্রকাশ চাম্বু গং। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী থানার এসআই রঞ্জন রানী দত্ত। উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভার গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, শিশু ফোরামের সদস্য, সিভিএ গ্রুপের সদস্য, রাজনৈতিক নেতা অংশগ্রহণে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন ওয়াল্ড ভিশন বাংলাদেশ শ্রীবরদী এপি’র প্রোগ্রাম অফিসার ফ্লোরা মাং সাং।
এসময় নারী ও শিশুদের প্রতি সহিংসতা এবং নির্যাতন বন্ধে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন বক্তারা।