শ্রীবরদীতে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ১০ ব্যবসায়ীকে অর্থদন্ড
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে পাটজাত মোড়ক বা বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে ১০ জন চাল ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ৩০ সেপ্টম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলার পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার এর নেতৃত্বে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ অমান্য করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ১০ জন চাল ব্যসায়ীর নিকট থেকে ৩০ হাজার ৫ শত টাকা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার বলেন, পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইন অনুযায়ী প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে প্লাস্টিকের বস্তা সরানো নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়, যেখানে ১৯টি পণ্যে প্লাস্টিক মোড়ক ব্যবহারে নিষেধ করা হয়েছে।