শ্রীবরদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শ্রীবরদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সটাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ৩০ সেপ্টেম্বর সকালে উপজেলার গোশাইপুর ইউনিয়নের গিলাগাছা দক্ষিণপাড়া গ্রামে রিসা (২) নামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়। নিহত রিসা গিলাগাছা দক্ষিণপাড়া গ্রামের রেজাউল করিম ওরফে রতনের কন্যা। অপরদিকে কুড়িকাহনিয়া ইউনিয়নের তেজারকান্দি গ্রামে ডোবার পানিতে পড়ে আরমিনা আক্তার (৮) নামে এক বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। নিহত আরমিনা একই এলাকার আনিসুর রহমানের মেয়ে।
এব্যাপারে গোশাইপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউ.পি সদস্য মো: আনিছ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালে লোকজনের অগোচরে রিসা খেলার ছলে টিবওয়েয়ের পাশে পানি ভর্তি বালতির কাছে যায়। এ সময় রিসা হঠাৎ উল্টে পানি ভর্তি বালতিতে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে রিসাকে পানিতে পড়ে থাকতে দেখে। এসময় বাড়ির লোকজন রিসাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
অপরদিকে পুলিশ সূত্রে জানা যায়, বাক প্রতিবন্ধী আরমিনা আক্তার দপুরে বাড়ির পাশে ডোবার পানি খেলা করছিল। খেলতে খেলতে ডুবার পানিতে তলিয়ে যায়। পরিবারের লোকজন আরমিনাকে খোঁজতে থাকে। পরে ডোবার পানি থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ, বিপ্লব কুমার বিশ্বাস বলেন, পৃথক দুইটি ঘটনায় পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ বিষয়ে শ্রীবরদী থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend