শ্রীবরদী সরকারি কলেজের নব-নির্বাচিত শিক্ষক পরিষদের দায়িত্ব গ্রহণ

শ্রীবরদী সরকারি কলেজের নব-নির্বাচিত শিক্ষক পরিষদের দায়িত্ব গ্রহণ

স্টাফ রিপোর্টার:
শ্রীবরদী সরকারি কলেজের নব-নির্বাচিত শিক্ষক পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর রোববার বিকালে শ্রীবরদী সরকারি কলেজের নব-নির্বাচিত শিক্ষক পরিষদের আয়োজনে শিক্ষক মিলনায়তেন দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়। নব-নির্বাচিত শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক পদে প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক কাজী হাসানুজ্জামান, যুগ্ম সম্পাদক পদে বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ হামিদুর রহমান ও অর্থ সম্পাদক পদে পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক আবু সাঈদ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. আক্রাম হোছাইন। সহযোগী অধ্যাপক মো. ফরহাদ আলী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন আরবী ও ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক মীর মো. আতিকুজ্জামান, রসায়ন বিভাগের প্রভাষক রিফাত আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের প্রভাষক মোতমায়িন মোশাররফ।


এসময় বক্তারা নব-নির্বাচিত শিক্ষক পরিষদ কমিটির নিকট বিভিন্ন দাবী তুলে ধরেন এবং দ্রুত সময়ের মধ্যে নানা সমস্যা সমাধানের আহ্বান জানান। এছাড়াও অনুষ্ঠানের অতিথিবৃন্দ ও বিগত কমিটির নেতৃবৃন্দদের মাঝে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। পরে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ২৬ অক্টোবর শ্রীবরদী সরকারি কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend