শ্রীবরদী সরকারি কলেজের নব-নির্বাচিত শিক্ষক পরিষদের দায়িত্ব গ্রহণ
স্টাফ রিপোর্টার:
শ্রীবরদী সরকারি কলেজের নব-নির্বাচিত শিক্ষক পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর রোববার বিকালে শ্রীবরদী সরকারি কলেজের নব-নির্বাচিত শিক্ষক পরিষদের আয়োজনে শিক্ষক মিলনায়তেন দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়। নব-নির্বাচিত শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক পদে প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক কাজী হাসানুজ্জামান, যুগ্ম সম্পাদক পদে বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ হামিদুর রহমান ও অর্থ সম্পাদক পদে পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক আবু সাঈদ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. আক্রাম হোছাইন। সহযোগী অধ্যাপক মো. ফরহাদ আলী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন আরবী ও ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক মীর মো. আতিকুজ্জামান, রসায়ন বিভাগের প্রভাষক রিফাত আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের প্রভাষক মোতমায়িন মোশাররফ।
এসময় বক্তারা নব-নির্বাচিত শিক্ষক পরিষদ কমিটির নিকট বিভিন্ন দাবী তুলে ধরেন এবং দ্রুত সময়ের মধ্যে নানা সমস্যা সমাধানের আহ্বান জানান। এছাড়াও অনুষ্ঠানের অতিথিবৃন্দ ও বিগত কমিটির নেতৃবৃন্দদের মাঝে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। পরে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ২৬ অক্টোবর শ্রীবরদী সরকারি কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।