শ্রীবরদীতে চেয়ারম্যন ৬৮, সংরক্ষিত ১৩৪ ও সাধারন সদস্য ৩৪৪ জনের মনোনয়নপত্র দাখিল

শ্রীবরদীতে চেয়ারম্যন ৬৮, সংরক্ষিত ১৩৪ ও সাধারন সদস্য ৩৪৪ জনের মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদী উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৮, সংরক্ষিত সদস্য ১৩৪ ও সাধারন সদস্য পদে ৩৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ২৫ নভেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসবমূখর পরিবেশে প্রার্থীরা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচনে ৪ জন রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করবেন। এ তথ্যগুলো নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার এন.এম সাজ্জিল সাদিক।
উপজেলা নির্বাচন অফিসার ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এন.এম সাজ্জিল সাদিক জানান, শ্রীবরদী সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১৪ জন, সাধারন সদস্য পদে ৪১ জন, ভেলুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত সদস্য পদে ১৩ জন, সাধারন সদস্য পদে ৩৯ জন, গোশাইপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১৯ জন, সাধারন সদস্য পদে ৩১ জন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার হুমায়ুন দিলদার জানান, কাকিলাকুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত সদস্য পদে ১৫ জন, সাধারন সদস্য পদে ৩৫ জন এবং সিংগবরুনা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত সদস্য পদে ১১ জন, সাধারন সদস্য পদে ৪১ জন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেছেন । উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার রহুল আলম তালুকদার জানান, গড়জরিপা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত সদস্য পদে ১৯ জন, সাধারন সদস্য পদে ৪৫ জন ও কুড়িকাহনিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত সদস্য পদে ১৮ জন, সাধারন সদস্য পদে ৩৭ জন। এছাড়াও উপজেলা শিক্ষা অফিসার ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার জিয়াউল হক জানান রানীশিমুল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত সদস্য পদে ১২ জন, সাধারন সদস্য পদে ৪৪ জন এবং তাতিহাটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত সদস্য পদে ১৩ জন, সাধারন সদস্য পদে ৩১ জন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেছেন।
উল্লেখ্য, আগামী ২৯ নভেম্বর মনোয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হবে। প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend