শ্রীবরদীতে উপজেলা ও পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শ্রীবরদীতে উপজেলা ও পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র শ্রীবরদী উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর শুক্রবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শ্রীবরদী উপজেলা ও পৌর শাখার আয়োজনে শ্রীবরদী পশ্চিম বাজারে আব্দুর রহিমের ধানের মিলের খোলায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির (ময়মনসিংহ বিভাগ) সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সম্মেলনের শুভ উদ্বোধন করেন শেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মো. মাহমুদুল হক রুবেল। শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির (ময়মনসিংহ বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, বিএনপির কেন্দ্রীয় কমিটির (ময়মনসিংহ বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য, রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী।


উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল ও পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আওয়াল চৌধুরী, এডভোকেট এম কে মোরাদুজ্জামান, শফিকুল ইসলাম মাসুদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রুপন, জেলা জামায়াতের নায়েবে আমীর নুরুজ্জামান বাদল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সোহান, শহর বিএনপির যুগ্ম আহবায়ক এড: রেজুওয়ান উল্লাহ, পৌর বিএনপির সদস্য সচিব আনিসুজ্জামান খোকন, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু রায়হান আল বেরুনী, শহর যুবদলের আহ্বায়ক আমিনুল তানজিল মিষ্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাহাজুল ইসলাম, উপজেলা শ্রমিক দলেন সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুল হক লাকি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম রাজন, পৌর ছাত্রদলের আহ্বায়ক সুমন শাহরিয়ার রাফি।

এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।


সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলের মাধ্যমে শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি পদে আব্দুর রহিম দুলাল ও সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন দুলাল এবং পৌর বিএনপির সভাপতি পদে ফজলুল হক চৌধুরী অকুল ও আনিসুজ্জামান খোকনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
এছাড়াও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend