শ্রীবরদীতে জিংক ধানের বীজ বিতরণ
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে জিংক সমৃদ্ধ ব্রি ধান৭৪ ও ব্রি ধান৮৪ এর বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ২৮ নভেম্বর রোববার বিকালে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে হারভেষ্টপ্লাস বিংগস প্রকল্পের আওতায় তাতিহাটি আইডিয়াল স্কুল মাঠে জিংক সমৃদ্ধ ধানের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলামের সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্ররণ অধিদপ্তর শেরপুর খামারবাড়ির উপ-পরিচালক ড. মোহিত কুমার দে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদার, হারভেষ্টপ্লাস বিংগস প্রকল্পের কো-অর্ডিনেটর মো. হাবিবুর রহমান খাঁন।
বীজ বিতরণ অনুষ্ঠানে কৃষকদের কাছে জিংক সমৃদ্ধ ব্রি ধান৭৪ ও ব্রি ধান৮৪ এর পুষ্টি উপাদান ও বিভিন্ন প্রয়োজনীয়তা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন হারভেষ্টপ্লাস বাংলাদেশ বিংগস প্রকল্পের প্রজেক্ট অফিসার মানিক দেবনাথ।
এছাড়াও বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাসান বিন্নাত শহীদ, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল। এসময় হারভেষ্টপ্লাসের কমিউনিটি সম্প্রসারণ সুপারভাইজার সাইফ ইসলাম, হুমায়ুন কবির সহ গণমাধ্যমকর্মী ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন ।
এসময় ২শত কৃষকের মাঝে ৪ কেজি করে জিংক ধানের বীজ বিতরণ করা হয়। কৃষক কৃষাণীরা জিংক ধানের আবাদ বাড়ানো ও অন্যান্য কৃষকদের উদ্বুদ্ধ করার আগ্রহ প্রকাশ করেন।
উল্লেখ্য, প্রকল্পের আওতায় চলতি ২০২১-২২ বোরো মৌসুমে শ্রীবরদী উপজেলায় ২ হাজার ৩ শত কৃষকের মাঝে জিংক ধান ব্রি ধান৭৪ ও ব্রি ধান৮৪ এর বীজ বিতরণ করা হয়েছে।