শ্রীবরদী’র রানীশিমুল ইউনিয়নে নৌকা’র নির্বাচনী প্রচার কেন্দ্র উদ্বোধন
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচার কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। ৬ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাজারে ডাক বাংলোর সম্মুখে প্রধান নির্বাচনী প্রচার কেন্দ্র উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাবেক ইউনিয়ন আ’লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান খন্দকার আমান উল্লাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন নৌকা প্রতীকের মনোনিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাসুদ রানা, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আনোয়ার পারভেজ।
চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানা বলেন, রানীশিমুল ইউনিয়ন আ’লীগের ঘাটি। গত নির্বাচনেও এই ইউনিয়নের ভোটাররা বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করেছিল। উন্নয়নে ধারা অব্যাহত রাখতে আগামী ২৬ ডিসেম্বর দলমত নির্বিশেষে এই ইউনিয়নের ভোটাররা নৌকা মার্কাকে বিজয়ী করবে বলে আমার বিশ্বাস। তিনি আরো বলেন, বিগত সময়ে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালান কালে আমার কিছু ভূলত্রুটি হয়েছে। পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে সেখান থেকে শিক্ষা নিয়ে আগামী দিনগুলোতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সৎ ও নিষ্ঠার সাথে জনগণের কল্যাণে কাজ করবো।
এসময় রানীশিমুল ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি এমএ মোনায়েম, সৈয়দ নাজির আহমেদ, যুগ্ম-সাধারন সম্পাদক সৈয়দ আব্দুল্লাহ খসরু, সাংগঠনিক সম্পাদক আব্দুস ছাত্তার চিশতি, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ সাজ মাস্টার, ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা সোলায়মান, যুগ্ম-আহ্বায়ক জজ মিয়া, যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক নূর হোসেন, ছাত্রলীগের সাধারন সম্পাদক মমতাছির আহমেদ মিশু, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মমিনুল ইসলাম মমিন, টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান সহ বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতাকর্মী, সাধারন ভোটার ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহিফল অনুষ্ঠিত হয়।