শ্রীবরদীতে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীবরদীতে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে প্রশাসন তৎপর রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে। এসময় শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্ব সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম ও পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা নির্বাচন অফিসার এন.এম সাজ্জিল সাদিক।

মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় নিরেপক্ষ, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের দাবি তুলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বক্তব্য দেন, চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুর রউফ, হাবিবুর রহমান আরজু, এমএ জলিল, জুবায়ের রহমান, আব্দুল হালিম, আবু শামা কবির, নাছিমা খাতুন, আসাদুল্লাহ বিল্লাল প্রমূখ।
এসময় রিটার্নিং অফিসারবৃন্দ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারন সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend