জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শ্রীবরদী’র নতুন অফিস ভবনের নির্মাণ কাজ উদ্বোধন
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদী উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন অফিস ভবনের নির্মাণ কাজ শুভ উদ্বোধন করা হয়েছে। ১৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলার পরিষদ চত্বরে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জন্য ৪ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ভবনের কাজ উদ্বোধন করা হয়। নতুন অফিস ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। এসময় থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইন, জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, এম.এ মতিন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ সহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শেরপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ছামিউল হাকের সার্বিক দিক নির্দেশনায় ভবনটি নির্মিত হচ্ছে।
উল্লেখ্য, ৪ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ভবনটি’র ১ তলার নির্মাণ কাজ শেষ করা হবে।