শ্রীবরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
স্টাফ রিপোর্টার:
“শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা”-এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। ১৮ ডিসেম্বর শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন, অভিবাসীরা আমাদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখেছে। দেশের অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের মাধ্যমে তারা দেশের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে দিচেছন। তিনি আরো বলেন, রূপকল্প ২০৪১ বাস্তবায়ন ও জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে আমাদের অভিবাসী কর্মীরা বিশেষ অবদান রাখছেন।
এছাড়াও বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ওমর ফারুক, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, প্রিপট্রাস ম্যানেজার সঞ্জিত কুমার, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল, তাসলিম কবির বাবু প্রমুখ। এতে বিভিন্ন দফতরের কর্মকর্তা, ইউপি সচিববৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।