শ্রীবরদীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: জরিমানা আদায়
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। ১৮ ডিসেম্বর শনিবার বিকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান। এসময় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় প্রার্থীদের নিকট থেকে ২৩ হাজার টাকা জরিমানা আদায় হয়।
নির্বাচনী প্রচার কাজে একই গাড়ীতে একাধিক মাইক, দেয়ালে পোস্টার সহ বিভিন্নভাবে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সিংগবরুণা ইউনিয়নের সংরক্ষিত সদস্য রেনুকা পারভীন (সূর্যমুখি), মনোয়ারা বেগম (বক), সাধারন সদস্য আবুল হোসেন (তালা), মিজানুর রহমান (বৈদ্যুতিকপাখা), আনিসুর রহমান (ভ্যানগাড়ী), সুমন মিয়া (মোরগ), শ্রীবরদী সদর ইউনিয়নের সংরক্ষিত সদ্য পদে মোছা: মাছেনা বেগম, সাধারন সদস্য পদে সামিউল হক (তালা), মোফাজ্জল হোসেন (টিউবওয়েল), গড়জপরিপা ইউনিয়নের সাধারন সদস্য পদে হৃদয় মিয়া (মাইক), রাব্বী (অটোরিক্সা) ও সংরক্ষিত সদস্য পদের আম্বিয়া বেগম (তালগাছ) এর নিকট থেকে ওই জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান বলেন, নিবার্চনী আচরণবিধি নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।