শ্রীবরদীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা আদায়
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। ২১ ডিসেম্বর মঙ্গলবার বিকালে বিভিন্ন ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান অভিযান পরিচালনা করেন। এসময় ১৯টি মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় নির্বাচনী প্রচারণার কাজে একই গাড়ীতে একাধিক মাইক ও দেয়ালে পোস্টার লাগিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কাকিলাকুড়া ইউনিয়নে মোরগ, মাইক, ফুটবল, হেলিকপ্টার প্রতীক, গোশাইপুর ইউনিয়নে সূর্যমুখী, ভেলুয়া ইউনিয়নে অটোরিক্সা, মোরগ, বই, তালগাছ, মাইক প্রতীক, সিংগাবরুনা ইউনিয়নে মাইক, টিউবওয়েল, আপেল, ফুটবল প্রতীক ও রানীশিমুল ইউনিয়নে নৌকা, ঘোড়া, আনারস, মোরগ প্রতীকের প্রার্থীদের নিকট থেকে ওই জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান বলেন, আচরণবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।