শ্রীবরদীতে মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: বিনামূল্যে মাস্ক বিতরণ
স্টাফ রিপোর্টার:
ওমিক্রনের এর সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে শেরপুরের শ্রীবরদীতে মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অবিযার পরিচালনা করা হয়েছে। ১৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে শ্রীবরদী পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে মাস্ক না পরার দায়ে ৭ জনকে ৯শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।
এসময় পথচারী ও বাজারে আগত জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রহমান বলেন, উপজেলার বিভিন্ন স্থানে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করে সকলকে মাস্ক পরিধান করার জন্য আহবান জানানো সহ বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক পরিধান না করায় ০৭ টি মামলায় জরিমানা আদায় করা হয়েছে।