শ্রীবরদীতে ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূর্তি পালন
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর উপলক্ষে সুবর্ণ জয়ন্তী পালন করা হয়েছে। ১৯ জানুয়ারী বুধবার দুপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শ্রীবরদী এপি’র উদ্যোগে ৫০ বছর পূর্তি উপলক্ষে সোমেশ^রী হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। শ্রীবরদী এপি’র ম্যানেজার প্রকাশ চাম্বগং এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। শ্রীবরদী এপি’র প্রোগ্রাম অফিসার জন পল স্কু’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ। এসময় ওসি (তদন্ত) আবুল হাসিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, শ্রীবরদী এপির অফিসারবৃন্দ, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের ক্রান্তি লগ্নে ওয়ার্ল্ড ভিশন এ দেশের আর্ত পীড়িত মানুষের জন্য কাজ করেছে এবং অদ্যাবধি কাজ করে যাচ্ছে। ২০০৫ সাল থেকে শ্রীবরদীতে ওয়ার্ল্ড ভিশন হতদরিদ্র শিশুদের নিয়ে কাজ করে আসছে। দেশের উন্নয়নে ওয়ার্ল্ড ভিশন নীরবে কাজ করছে। উল্লেখ্য, ২০০৫ সাল থেকে উপজেলার ৪টি ইউনিয়ন ও পৌরসভায়হত দরিদ্র পরিবারের জীবন যাত্রার মান উন্নয়ন, শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি, শিশু সুরক্ষা সহ বিভিন্ন বিষয় নিয়ে ওয়ার্ল্ড ভিশন সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে। এসময় উপস্থিত সকলকে শুভেচ্ছা স্মারক উপহার দেওয়া হয়।