শ্রীবরদীতে উপকারভোগীদের হেলথক্যাম্প ও স্বাস্থ্য পরিচর্যা সমাগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার:
মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল” এবং “মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় শ্রীবরদী পৌরসভার ২০১৯-২০, ২০২০-২১ অর্থ বছরের ভাতাপ্রাপ্ত উপকারভোগীদের নিয়ে হেলথক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এসময় উপকারভোগীদের মাঝে স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী বিতরণ করা হয়। ১৯ জানুয়ারি বুধবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর শ্রীবরদী’র আয়োজনে আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ হলরুমে দিনব্যাপী উপকারভোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: সৈয়দা তোহরা তুজ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান। এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কুদ্দুছ, উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মো. শামিম আলম সহ গণমাধ্যমকর্মী, স্বাস্থ্যসেবিকারা উপস্থিত ছিলেন।
হেলথক্যাম্পে উপকারভোগীদের মাঝে চাল, তেল, মসুর ডাল, লবণ, চিনি, সুজি সহ অন্যান্য স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী বিতরণ করা হয়।