শ্রীবরদীতে মাদকমুক্ত ওয়ার্ড গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
“মাদক নিলে মানুষ নয়, মাদক ছাড়লে মানুষ হয়” ও “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”- এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে মাদকমুক্ত ওয়ার্ড গড়ার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি শুক্রবার বিকালে পৌরসভার সাতানী শ্রীবরদী মহল্লার আবু ছালেহ এর ধানের খলায় ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডকে মাদকমুক্ত কতে ওই সভা অনুষ্ঠিত হয়। ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের যুবসমাজের তত্ত্বাবধানে মাদক বিরোধী সভার আয়োজন করেন শ্রীবরদী পৌরসভার ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর শাহজাহান কবির। সভায় বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব এ বি এম জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস। প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া। ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর মোঃ শাহজাহান কবিরের সঞ্চালনায় বক্তব্য দেন, বিশেষ অতিথি এস আই তাহেরুল ইসলাম, সাবেক পৌর মেয়র মোঃ আবু সাইদ, সাবেক কাউন্সিল মিজানুর রহমান বাবু, ৮নং ওয়ার্ড কাউন্সিল মোঃ সাহেব আলী, সাবেক কাউন্সিল শফিকুল ইসলাম প্রমুখ। এসময় মাদকের কুফল তুলে ধরে অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।