শ্রীবরদী সদর ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারন সদস্যদের দায়িত্ব গ্রহণ

শ্রীবরদী সদর ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারন সদস্যদের দায়িত্ব গ্রহণ

স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদী উপজেলার শ্রীবরদী সদর ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারন সদস্যদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ০৬ ফেব্রুয়ারী রোববার দুপুরে শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে দায়িত্ব গ্রহণ উপলক্ষে প্রথম সভা’র আহ্বান করা হয়। এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। শ্রীবরদী সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ফরিদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ। ইউপি সচিব আক্তারুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ হেল আল আমিন, সাধারন সদস্য, সংরক্ষিত সদস্য প্রমুখ। সভায় বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দ, সদর ইউনিয়নের নবনির্বাচিত সংরক্ষিত ও সাধারন সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সাধারন ভোটার সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। এসময় নবনির্বাচিতদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।

শ্রীবরদী সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ফরিদুজ্জামান বলেন, এই ইউনিয়নের ভোটাররা আমাকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করেছে। আমি নির্বাচনে আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছি তা যথাযথভাবে বাস্তবায়ন করবো। এই ইউনিয়নকে সত্যিকারের ডিজিটাল রুপে গড়ে তুলবো। তিনি আরো বলেন, মাদক, জুয়া, বাল্যবিবাহ প্রতিরোধে সকল শ্রেণি পেশার লোকজনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সদর ইউনিয়নেকে জনবান্ধব করতে সকল শ্রেণি পেশার লোকজনের সহযোগিতা কামনা করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend