শ্রীবরদী এম.এন.বি.পি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে এম.এন.বি.পি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৬ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারী বুধবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের বাস্তবায়নে ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শেরপুরের সহযোগিতায় বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার,
শেরপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়িতা অধিকারী, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস। অনুষ্ঠানের সভাপতি হিসেবে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। বিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারি শিক্ষক বরকত উল্লাহর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কাকিলাকুড়া ইউনিয়নের চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ প্রমুখ। এসময় বিভিন্ন দফতরের কর্মকর্তা, ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।