গ্রেড পরিবর্তনের দাবীতে শ্রীবরদীতে উপজেলা ভূমি অফিসের কর্মচারীদের কর্মবিরতি: ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা
স্টাফ রিপোর্টার:
শেরপুরেরর শ্রীবরদীতে ভুমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ে জেলা প্রশাসকের রাজস্ব উপজেলা/সার্কেল ভুমি অফিসের কর্মরত ১৪-১৬ তম গ্রেডের কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি (বাকাসস) এর কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করায় ভোগান্তিতে সেবা প্রার্থীরা। গত ১ মার্চ থেকে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ ভূমি প্রশাসন সহকারি সমিতি, শ্রীবরদী উপজেলা শাখার ব্যানারে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ভূমি সেবা প্রার্থীরা। ষাইটকাকরা গ্রামের সমেজ উদ্দিন বলেন, আমি জমি নামজারি করতে এসেছি। এখন শুনছি কর্মবিরতি চলছে। চককাউরিয়া গ্রামের মোঃ হারিছ মিয়া বলেন, আমি জমি বিক্রি করবো। তাই খারিজ করার জন্য কাগজ নিয়ে এসেছি। কিন্তু কাজ বন্ধ থাকায় আমি খারিজ জমা দিতে পারলাম না। কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন উপজেলা ভুমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার জুননুন তাহমিনা সুরমা, ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারি, আবু বক্কর সিদ্দিক, সার্টিফিকেট পেশকার, জাহিদ ইসলাম, সার্টিফিকেট সহকারি দিদারুল ইসলাম প্রমুখ।