শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধ: বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই আশরাফুল ইসলাম দুলাল (৫০) নামে একজন খুন হয়েছে। ৯ মার্চ বুধবার সকালে উপজেলার রানীশিমুল ইউনিয়নের হিন্দু পাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম দুলাল আব্দুস ছালামের ছেলে। এ ঘটনায় দুলালের সহোদর বড় ভাই আমিনুল ইসলাম বেলাল (৬০) ও আরেক ছোট ভাই লিটন মিয়া (৩৫) কে আটক করেছে শ্রীবরদী থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রানীশিমুল ইউনিয়নের হিন্দুপাড়া গ্রামে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছিল সহোদর দুই বেলাল ও দুলালের। বুধবার সকালে ছোট ভাই দুলাল বাড়িতে ঘর উঠানোর জন্য কাজ শুরু করে। নতুন নির্মাণ উপলক্ষে মিলাদের আয়োজন করে দুলাল। মিলাদের মিষ্টি নিয়ে ছোট ভাই দুলাল বড় ভাই বেলালের ঘরে যায়। এসময় দুই ভাইয়ের কথাকাটাকাটির এক পর্যায়ে বেলাল ঘরে থাকা ধারালো দা দিয়ে দুলাল কে কুপিয়ে গুরুত্বর জখম করে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দুলালকে আহত অবস্থায় শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: মো. আব্দুস সোবহান আল সাইদ তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ বেলাল ও লিটনকে আটক করে। নিহতের লাশ উদ্ধার করে শেরপুর মর্গে পাঠানো হয়েছে। থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, খবর পাওয়া মাত্রই অভিযান চালিয়ে দুই জনকে আটক করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।