প্রকাশনা সচিব পদপ্রার্থী ‘NO BCS NO CADRE ‘ স্লোগানের প্রবক্তা সহকারী অধ্যাপক জনাব কাজী হাসানুজ্জামান
স্টাফ রিপোর্টার:
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সদস্যদের পেশাজীবী সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নির্বাচন/২০২২ এ প্রকাশনা সচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ‘নো বিসিএস নো ক্যাডার’ স্লোগানের প্রবক্তা শ্রীবরদী সরকারি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কাজী হাসানুজ্জামান। তিনি চ প্যানেল (নোমানী – শওকত) থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। NO BCS, NO CADRE শ্লোগানের প্রবক্তা, আন্দোলন সংগঠক, চাঁদাদাতা, পৃষ্ঠপোষক, চাঁদা সংগ্রাহক এবং মাঠ ও ফেসবুক কণ্ঠস্বর হিসেবে জোরালো ভূমিকা পালন করছেন।
ক্যাডার মর্যাদা রক্ষা কমিটির প্রচার সম্পাদক, ঢাকা টিটিসি সম্মেলনে অংশগ্রহণ, সিরডাপ গোলটেবিল বৈঠকে অংশীজন হয়ে কাজ করেছেন। স্থানীয় ও জাতীয় পর্যায়ে ক্যাডার মর্যাদা প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখছেন এবং ভাণ্ডারিয়া ইস্যুতে প্রতিবাদকারী, ঢাকায় প্রতিবাদ সমাবেশ সংগঠক ও চাঁদাদাতা।
জাতীয় নির্বাচনে ননক্যাডার ও জুনিয়র কর্মকর্তার অধীনে প্রিজাইডিং দায়িত্ব পালনকালে গুরুতর আহত এবং পরবর্তীতে এ বিষয়ে উপযুক্ত প্রতিবিধানের জন্য কার্যক্রম গ্রহণে সহযোগিতা করেন।
প্রকৃচি-বিসিএস কৃত্য পেশাভিত্তিক মিনিস্ট্রি বাস্তবায়নে একজন কর্মী হিসেবে আন্দোলনে অংশগ্রহণ। ০৭ জানুয়ারির সাধারণ সভার কার্যক্রম গ্রহণে সহযোগিতা করেন।
ক্যাডার সদস্যদের সহযোগিতা, সমর্থন ও ভোট প্রত্যাশী।
কাজী হাসানুজ্জামান ২৭ তম বিসিএস এর মাধ্যমে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন। বর্তমানে সহকারী অধ্যাপক, প্রাণিবিজ্ঞান হিসেবে শ্রীবরদী সরকারি কলেজ কর্মরত আছেন।