শ্রীবরদীতে বীর মুক্তিযোদ্ধাদের শোভাযাত্রা
স্টাফ রিপোর্টার:
মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে বীরমুক্তিযোদ্ধাদের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ মঙ্গলবার বিকালে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে ৫০টি জাতীয় পতাকা সহ শেরপুর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শ্রীবরদী উপজেলা প্রদক্ষিণ করে। সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু’র নেতৃত্বে শোভাযাত্রাটি শ্রীবরদী পৌর বাজারে পৌঁছলে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল।
এসময় বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা আ’লীগের সিনিয়ার সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি এম.এ মতিন, সাবেক যুবলীগের আহ্বায়ক আলমগীর হোসেন, বীরমুক্তিযোদ্ধা শাহব উদ্দিন সহ বিভিন্ন ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধাবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। পরে শোভাযাত্রাটি পর্যায়ক্রমে শ্রীবরদী, ঝিনাইগাতী, নালীতাবাড়ি, নকলা উপজেলা প্রদক্ষিণ করে। এসময় জেলা ও উপজেলা পর্যায়ের বীরমু্ক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।