শ্রীবরদীতে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে মেলার সমাপনী উপলক্ষে বীরমুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ মূলক বক্তব্য ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
বীরমুক্তিযোদ্ধাদের মাঝে পুরস্কার বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাটিকার মধ্যে দিয়ে মেলার সমাপনী করা হয়।
এসময় বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠন সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন মেলা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।
সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহনে মেলা সুন্দর ও সফলভাবে সমাপনী করতে পেরে সবার প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার।