শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে একজন খুন, আটক ৩

শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে একজন খুন, আটক ৩

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শেখবর (৪৫) নামে একজনকে খুন করা হয়েছে। এঘটনায় দুইজন আহত হয়েছে। ২৩ মার্চ বুধবার সন্ধ্যায় উপজেলার রাণীশিমুল ইউনিয়নের পশ্চিম হালুয়াহাটি গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত শেখবর হালুয়াহাটি গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। আহতরা হলো হালুয়াহাটি গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মাহফুজ (৩০) ও একই গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে সরাফত আলী (৭০)। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।
এলকাবাসী সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হালুয়াহাটি গ্রামের জজ মিয়া, জিকু মিয়াদের সাথে শেখবরদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। হঠাৎ বুধবার সন্ধ্যায় দেশিয় অস্ত্র নিয়ে জজ মিয়া, জিকু মিয়াসহ অনেকেই শেখবরদের উপর হামলার করে। হামলায় ঘটনাস্থলেই শেখবর নিহত হয়। এঘটনায় মাহফুজ ও সরাফত আলী গুরুতর আহত হয়। আহতদের মধ্যে সরাফত আলীর অবস্থায় খুবই আশংকাজনক। সরাফত আলীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে। শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মোঃ আব্দুস সোবহান আল সাঈদ বলেন শেখবর হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। আহত সরাফত আলীর অবস্থা খুবই আশংকা জনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রীবরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এঘটনায় তাৎক্ষণিক তিন জনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend