শ্রীবরদীতে উপজেলা পুষ্টি সমন্বয় সভা ও বার্ষিক পুষ্টি পরিকল্পনা অনুষ্ঠিত

শ্রীবরদীতে উপজেলা পুষ্টি সমন্বয় সভা ও বার্ষিক পুষ্টি পরিকল্পনা অনুষ্ঠিত



স্টাফ রিপোর্টার:
মাল্টিসেক্টোরাল প্লাটফর্ম শক্তিশালী করণের লক্ষে শেরপুরের শ্রীবরদীতে উপজেলা পুষ্টি সমন্বয় সভা ও বার্ষিক পুষ্টি পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১০ এপ্রিল বোববার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরিতে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইনিশিয়েটিভ টু এনহেন্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স ( BleNGS) প্রজেক্ট ওয়াল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহনেওয়াজ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রহুল আলম তালুকদার, তাতিহাটি ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রউফ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিংস প্রকল্পের নিউট্রিশন স্পেশালিষ্ট বজলুল কবীর জোর্য়াদার, বিংস প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর অর্চনা ক্লাউডিয়া রোজারিও, প্রজেক্ট অফিসার শুভ্রা কুবি, রাম প্রসাদ ঘোষ, সুব্রত চাকমা ও সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল প্রমূখ। সভায় প্রান্তিক পর্যায়ের মা, শিশু ও গর্ভবতী নারীদের পুষ্টি আওতায় আনতে বিভিন্ন পরামর্শ ও কর্মপরিকল্পনা তুরে ধরেন বক্তারা। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, গণমাধ্যমকর্মী ও পুষ্টি সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend