শ্রীবরদীতে ভর্তুকী মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ
স্টাফ রিপোর্টার:
“কৃষিই সমৃদ্ধি” এ স্লোগানকে সামনে রেখে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় শেরপুরের শ্রীবরদীতে ৫০% উন্নয়ন সহায়তায় (ভর্তুকী) কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। ১৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্রীবরদী আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকের হাতে কম্বাইন হারভেস্টারের চাবি তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ প্রমুখ। উপজেল কৃষি অফিসার হুমায়ুন দিলদার বলেন, কৃষি বিভাগকে আধুনিক করার লক্ষে প্রত্যেক বছরই সরকার বাজার মূল্যের চেয়ে অর্ধেক দামে কম্বাইন হারভেস্টার সহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি কৃষকদের হাতে তুলে দিচ্ছে। বর্তমানে শ্রমিক সংকট থাকায় ধান ঘরে তুলতে কৃষকদেরকে দারুণভাবে সহযোগিতা করছে কম্বাইন হারভেস্টার। ফলে প্রান্তিক কৃষকদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠছে সরকারের এ উদ্যোগ।
উল্লেখ্য চলতি মৌসুমে ৫টি কম্বাইন হারভেস্টার এ উপজেলায় বরাদ্দ রয়েছে। ইতিমধ্যেই ৩টি হারভেস্টার বিতরণ করা হয়েছে।