শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলন: ১ লক্ষ টাকা জরিমানা আদায়
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৬ ফেব্রুয়ারী শনিবার দুপুরে উপজেলার সিংগবরুণা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান। এসময় মেঘাদল বাজারের পাশে কর্ণঝোড়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলরে সাথে জড়িত থাকায় মাসুদ নামের একজনের নিকট থেকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের সময় সিংগবরুণা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফকরুজ্জামান কালো, সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। এছাড়াও ২শ ঘনফুট বালু জব্দ করা হয়।
সহকারি কমিশনা (ভূমি) মো. আতাউর রহমান বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রামমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হবে।