শ্রীবরদীতে সড়ক দূর্ঘটনায় মসজিদের ইমাম নিহত

শ্রীবরদীতে সড়ক দূর্ঘটনায় মসজিদের ইমাম নিহত

স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে সড়ক দূর্ঘটনায় ক্বারী মোরাদ মিয়া (৩৫) নামে এক ইমাম নিহত হয়েছে। ২৩ এপ্রিল শনিবার বিকাল ৪ টায় উপজেলার পৌরসভার সীমান্তবর্তী সেকদি মোড় সংলগ্ল সেতুর কাছে মোটারসাইকেল দূর্ঘটনায় ওই ইমাম নিহত হয়। নিহত মোরাদ মিয়া কলাকান্দা গ্রামের আঃ লতিফের ছেলে। তিনি কলাকান্দা নতুন মসজিদে ইমামতি করেন। এঘটনায় মোটরসাইকেলর দুই আরোহী আহত হয়। আহতরা হলো ছনকান্দা গ্রামের মৃত মাওলানা ওবায়দুল রহমানের ছেলে আবুল খায়ের (৪৫) ও আবুল খায়ের ছেলে আমির হামজা (৭)।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, মোরাদ, খায়ের ও খায়েরের শিশু ছেলে আমির হামজা শনিবার বিকালে শ্রীবরদী থেকে মাটিয়াকুড়া যাওয়ার সময় পৌর সীমান্তবর্তী সেকদি মোড়ে পৌঁছালে শেরপুর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী সিএনজির সাথে ধাক্কা লাগে। এতে তারা গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক মোরাদকে মৃত ঘোষণা করেন। এঘটনায় আহতদের অবস্থা গুরুত্বর থাকায় তাদেরকে শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়। এঘটনায় মোরাদ মিয়ার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মোরাদ মিয়ার এক স্ত্রী ও ১ বছর বয়সী এক শিশু সন্তান রয়েছে। ঘটনাস্থল থেকে সিএনজি দ্রুত সটকে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend