শ্রীবরদীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) প্রস্তুতি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ২০২২ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ মে সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নিলুফা আক্তার। এসময় উপজেলার ১টি পৌরসভা ও ১০ ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী দল নিয়ে ফিকচার তৈরি করা হয়। আগামী ১১ মে বিকাল ৩.৩০ মিনিটে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বীতা করবে রানীশিমুল বনাম খড়িয়াকাজির চর ইউনিয়ন।
সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুলাহ ছালেহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন, তাতিহাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ প্রমুখ। উল্লেখ্য, আগামী ১৫ মে সেমিফাইনাল ও ১৬ মে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।