শ্রীবরদীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দোয়া ও মিলাদ মাহফিল
বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আশরাফ হোসেন খোকার সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন।
মোতাহারুল ইসলাম লিটন বলেন, ’৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ব-পরিবারে হত্যাকান্ডের পর প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের ১৭ মে বিদেশ থেকে এই দিনে দেশের মাটিতে পা রাখেন জননেত্রী শেখ হাসিনা। দেশে ফেরার পর থেকে শেখ হাসিনা টানা ৪১ বছর যাবত বিচক্ষণতার সাথে আওয়ামী লীগ এর নেতৃত্ব দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বে আজ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাফর উল্লাহ সেলিম, সহ প্রচার ও প্রকশনা সম্পাদক আবু সাইদ হিটলার, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান কালাম,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল বাতেন, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ আবু রায়হান লিয়াকত, সহ দপ্তর সম্পাদক মোঃ খলিলুর রহমান, সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ হামিদুর রহমান, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার আহবায়ক ফেরদৌস আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান উল্লাহ শুকরিয়া,গোশাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আশিকুর রহমান আশিক,তাতিহাটি ইউনিয়ন সভাপতি এড. মন্জুরুল ইসলাম,রানিশিমূল ইউনিয়ন সাধারন সম্পাদক আনয়ার পারভেজ,কাকিলাকুড়া ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর আলম সরকার,গড়জরিপা ইউনিয়ন সভাপতি সাইফুল আলম, কুড়িকাহনিয়া ইউনিয়ন সভাপতি মনিরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ন আহবায়ক মোবারক চৌধুরী, উপজেলা ছাত্রলীগ নেতা নাজমুল হাসান প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে প্রধান মন্ত্রীর ধীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া মিলাদ পরিচালনা করেন হাফেজ আমিনুল ইসলাম।