শ্রীবরদীতে কোভিড ১৯ প্রতিরোধ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে কোভিড ১৯ প্রতিরোধ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টার দিকে ইউনিসেফের সহযোগিতায় দি হ্যাঙ্গার প্রজেক্টের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা (সুজন) সু-শাসনের জন্য নাগরিকের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। তিনি অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে দেন। এতে কোভিড ১৯ প্রতিরোধ প্রকল্পের নানা দিক তুলে ধরেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দা তানজিনা আফরিন, পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল। দি হ্যাঙ্গার প্রজেক্টের শেরপুর প্রতিনিধি জাহিদুল হক সৌরভ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা (সুজন) সু-শাসনের জন্য নাগরিকের সভাপতি শাহ মো. কোহিনূর হোসেন, মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, সামাজিক সংগঠন লোকাল ভয়েজ এর প্রতিষ্ঠাতা পরিচালক এজেড রুমান প্রমূখ। সভায় উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, সুজনের নেতৃবৃন্দ্ব, গণমাধ্যকর্মী সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।