শ্রীবরদীতে জিংক সমৃদ্ধ ব্রি ধান ৭৪ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে জিংক সমৃদ্ধ ব্রি ধান ৭৪ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে বৃহস্পতিবার সকালে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে হারভেষ্টপ্লাস বিংস প্রকল্পের আওতায় সিংগাবরুনা ইউনিয়নের জলঙ্গাপাড়া গ্রামে মানব জীবনে জিংকের গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ুন দিলদার। মাঠ দিবসে কৃষকদের কাছে জিংক সমৃদ্ধ ব্রি ধান ৭৪ এর পুষ্টি উপাদান ও বিভিন্ন প্রয়োজনীয়তা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন হারভেস্টপ্লাস বাংলাদেশ বিংস প্রকল্পের প্রজেক্ট অফিসার মানিক দেবনাথ। সিংগাবরুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুজ্জমান কালু সভাপতিত্বে কমিউনিটি এক্সটেনশন সুপারভাইজার মোঃ সাইফ ইসলামের সঞ্চালনায় মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এস, এম লিটকন। মাঠ দিবসে প্রায় ২ শতাধিক কৃষক-কষাণী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। মাঠ দিবসে সকল কৃষক-কৃষাণীবৃন্দ জিংক ধানের আবাদ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।