শ্রীবরদীতে হারপিক খেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে হারপিক খেয়ে করে সাব্বির আহম্মেদ (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।১ জুন বুধবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সাব্বির পৌর শহরের সাতানী শ্রীবরদী মহল্লার মৃত জালাল উদ্দিনের ছেলে। সে শেরপুর থেকে কৃষি ডিপ্লোমার কোর্স সম্পন্ন করেছিল।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, সাব্বির আহম্মেদ বুধবার সকালে সাতানী শ্রীবরদীর নিজ বাড়িতে বাথরুমে ব্যবহারের হারপিক খায়। এসময় পরিবারের অন্যান্য সদস্যরা বিষয়টি দেখতে পায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে শ্রীবরদী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সাব্বির আহম্মেদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে স্বজনরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় বিকেলে সে মারা যায়।
নিহতের খালাতো ভাই শফিকুল ইসলাম বাবু বলেন, আমি সাব্বির আহম্মেদের সাথে ময়মনসিংহ গিয়েছিলাম। পথের মধ্যে তার কাছ থেকে জানতে চেয়েছি, কেনো হারপিক খেয়েছে করেছে, জবাবে সাব্বির বলেছে তার নাকি চারদিন ধরে ঠিকমতো ঘুম হয়নি, এজন্য হারপিক পান করেছে। তবে, সাব্বিরের মাথায় একটু সমস্যা ছিল বলে দাবী করেন তিনি।
শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।