শ্রীবরদীতে বর্ণাঢ্য আয়োজনে কৃষি মেলা উদ্বোধন
স্টাফ রিপোর্টার:
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় শেরপুরের শ্রীবরদীতে কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে। ২৬ জুলাই মঙ্গলবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্রীবরদীর আয়োজনে তিনদিন ব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে কৃষি অফিস চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। এতে কৃষি সেক্টরের নানা তথ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবরিনা আফরিন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, যুব উন্নয়ন অফিসার সাইফুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, নার্সারী মালিক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। মেলায় ফলদ, ঔষধি, বনজসহ ১০ টি স্টল রয়েছে।