শ্রীবরদীতে কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ


শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ঃ
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা কৃষি অফিস চত্বরে ২৮ জুলাই বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় ৩ দিন ব্যাপী কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবরিনা আফরিন। সমাপনী অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মোঃ হুমায়ুব কবির প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষি মেলায় অংশ গ্রহণকারীদের মধ্যে মোঃ কামরুজ্জামান আবু, মোঃ হেলাল উদ্দিন,আব্দুল সোবহান, পলাশ, আরমান, সোলাইমান, আজিজুর রহমান, সাখাওয়াত, সামিউল, মজিনা বেগম, ইউসুফ আলী, রাশেদ সহ ৩০ জনকে ১ম ও ২য় পুরস্কার বিতরণ করেন।
গত মঙ্গলবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠে তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবরিনা আফরিন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালাহে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এলানুর রহমান, উএসএপিপি ও মোঃ জাকির হোসেন প্রমুখ।