শ্রীবরদীতে কিশোরীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে কিশোরীদের নিয়ে কৈশোরকালীন স্বাস্থ্য পরিচর্যা, বাল্য বিবাহ, ইভটিজিং ও মাদক প্রতিরোধে সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুরে প্রতিবাদী শিশু ও যুব ফোরাম এবং ওয়াল্ড ভিশন বাংলাদেশ শ্রীবরদী এপি’র সহযোগিতায় আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। আয়েশা আইন উদ্দিন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভীন আজাদী’র সভাপতিত্বে কিশোরীদের মাসিক কালীন স্বাস্থ্য পরিচর্যার নানা পরামর্শ তুলে ধরে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: শবনম। পরে বাল্য বিবাহ, ইভটিজিং ও মাদক প্রতিরোধে পরামর্শ এবং সচেতনতা মূলক বক্তব্য রাখেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রতিবাদী শিশু ও যুব ফোরামের সভাপতি মনিকা আক্তার। সভায় ০৪টি স্কুল ও কলেজের ১১০ জন ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করে কিশোরীদের মাসিক কালীন স্বাস্থ্য পরিচর্যা, বাল্য বিবাহ, ইভ টিজিং ও মাদক বিষয়ে শিখতে পেয়ে আরোও সচেতন হয়েছে বলে আয়োজক ও আমন্ত্রিত বক্তাগণকে ধন্যবাদ জ্ঞাপন করেছে।
এসময় আয়েশা আইন উদ্দিন মহিলা কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।