শ্রীবরদীতে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠে এসিল্যান্ড
স্টাফ রিপোর্টার:
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষে রাত আটার পর শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার সরকারি নির্দেশনা বাস্তবায়নে শেরপুরের শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান। ১৩ আগস্ট শনিবার রাতে উপজেলার পৌর বাজার, মাটিয়াকুড়া, ভারেরা, কুরুয়া বাজার সহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ১০টি দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়াও একটি দোকানে থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সময় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের শ্রীবরদী উপজেলার আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন, শ্রীবরদী থানার এসআই রোকন সহ সঙ্গীয় ফোর্স ও বিদ্যুৎ অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮ টার পর দোকানপাট, শপিংমল বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। সবাইকে অবগত করার জন্য উপজেলার বিভিন্ন বাজার ও এলাকায় মাইকিং সহ ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে। কিন্তু নির্দেশনা অমান্য করে কিছু ব্যবসায়ী দোকান খোলা রাখছে। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।